Android App Development: EP-01] Android Studio ইন্সটল ও সেটাপ করা
Android App Development: EP-01
স্বাগতম সবাইকে
এ্যান্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট সিরিজের এটি প্রথম পোস্ট। এর আগের ভুমিকা এর পোস্টটি দেখতে পারবেন এখানে – [Android App Development: EP-0] ভুমিকা ও শুরুর কথা
এ পর্বে আমরা শিখব Android Studio ইন্সটল এবং সেটাপ করা। তো চলুন শুরু করা যাক।
ইন্সটলের আগে কিছু কথা বলে রাখা দরকার। Android Studio এর জন্য আলাদা করে কোনো ধরণের জাভা ডেভেলপেমেন্ট কিট(Java Development Kit – JDK) ইন্সটলের প্রয়োজন নাই। Android Studio 2.2 ভার্সনের পর থেকে সবগুলো ভার্সনেই বিল্ট ইন OpenJDK ইন্সটল করাই থাকে। Eclipse বা Netbeans এর জন্য JDK প্রয়োজন; Android Studio এর জন্য নয়।
এটির জন্য নিচের লিংকে থাকা পোস্টটি ফলো করতে পারেন – Do I need Java JDK for using Android Studio? – StackOverflow এবং দেখতে পারেন গুগলের অফিসিয়াল ডকুমেন্টেশন – https://developer.android.com/studio/intro/studio-config.html
তো আমরা জাভা ইন্সটলের মাঝে আর যাচ্ছি না। সরাসরি Android Studio Setup এ চলে যাই।
কি কি লাগবেঃ
- ৩-৪ জিবি ইন্টারনেট কিংবা Wifi
- সময়
- ধৈর্য্য
ডিভাইস স্পেকঃ
- র্যাম ৪ জিবি মিনিমাম, ৮ হলে ভাল হয়।
- অপারেটিং উইন্ডোজ ৭/৮/১০ , ম্যাক OS X 10.10 বা তার বেশি।
- ২ জিবি ডিস্ক স্পেস মিনিমাম, ৪ জিবি হলে ভাল।
- স্কিন সাইজ ১২৮০*৮০০ বা তার বেশি হলে ভাল।
এটা হল অফিসিয়াল রিকুয়েরমেন্ট। এর বাইরে আমি বলব যদি আপনার পিসিতে SSD লাগানো থাকে তো সেটা আরও ভাল। আমার ড্রাইভ 2 TB HDD , আমি আরও 240GB SSD লাগায়া নিসি।
ডাউনলোডঃ
Studio ডাউনলোড করতে লিংকে ক্লিক করুন – https://developer.android.com/studio
No comments
Write Here your Comment Please