[Windows] Internet Download Manager (IDM) প্রি একটিভেটেড ভার্সন। এক ক্লিকে একটিভ করে লাইফটাইম ব্যবহার করুন
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার(আইডিএম) হল উইন্ডোস সফটওয়্যার যা আপনার ডাউনলোড ম্যানেজার হিসেবে কাজ করে। আপনি যে ওয়েবসাইট ভিসিট করুন না কেন, IDM যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে এবং তা আপনার ব্রাউজার এর সাথে ইন্টারগ্রেড করা থাকে, তাহলে সেই ওয়েব পেজে যদি কোন ডাউনলোড করার ফাইল থাকে তা আপনা আপনি IDM আপনাকে শো করবে। IDM নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন নেই কারন এটি একটি জনপ্রিয় এবং বহু ব্যবহারিত সফটওয়্যার। আপনি যদি পিসি ব্যবহার কারি হয়ে থাকেন তাহলে এ নাম আপনার কাছে পরিচিত। তাই আর তেমন কিছু আলোচনা করার প্রয়োজন নেই। তাই আমি শুধু মাত্র এই সফটওয়্যার এর সামান্য ইতিহাস এবং প্রধান প্রধান ফিচারস, কিভাবে ডাউনলোড করবেন ও কিভাবে একটিভ করবেন তা নিয়ে আলোচনা করব।
Internet Download Manager (IDM) হলো Tonec,Icn. দ্বারা ডেভলোপ করা। আর এই Tonec,Icn. একটি আমেরিকান কোম্পানি, যা নিউ ইয়ারকে অবিস্থিত। এর Tonec,Icn. টিম হলো Shareware পরিচালিত একটি ডেভলোপার টিম। এই Shareware এর একটি দারুন ওয়েবসাইট আসে যেখান থেকে আপনি বিভিন্ন পেইড সফটওয়্যার ফ্রিতে পেতে পারেন। IDM সর্ব প্রথম ডেভলোপ করা হয় ১৯৯৯ সালে উইন্ডোস অপারেটিং সিস্টেম এর জন্য এবং আজ অবধি তাই আসে। IDM এ পর্যত মোট ৬৫ টি এওয়ার্ড পেয়েছে যার বেশির ভাগই উচ্চ লেভেল এর সম্মাননা

আইডিএম এর ফিচারস নিয়ে আলোচনার তেমন কিছু নেই, এর কাজের ধরন সবারই জানা, তাই আমি শুধু এই প্রি-একটিভেটেড ভার্সন কিছু ফিচারস এবং এর মোডিফাই করা প্রোগ্রামাদের নিয়ে কিছু কথা বলব। এই সফটওয়্যার টা যারা মোডিফাই করেছে তারা হচ্ছে এক দল রাশিয়ান প্রোগ্রামার। যেই কারনে সফটওয়্যার টা ইনস্টল করার সময় আপনাকে বারবার ভাষা জন্য ইংরেজি দিতে হবে।
ডাউনলোড করুন IDM এখান থেকে
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
- ডাউনলোড পেজে যাওয়ার পরে নিচে দেখবেন ডাউনলোড বাটন আসে, আর তার নিচে “Download with Addons” টিক দেওয়া আসে সেইটা তুলে দিন।
- এবং ক্যাপচা পুরন করে এর উপরের “Download” বাটনে ক্লিক করে মেইন ডাউনলোড পেজে চলে যান।
- এবার “Download” ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
- ডাউনলোড পেজে যাওয়ার পরে নিচে দেখবেন “Create Download Link” বাটন আসে, আর তার নিচে “Download with Addons” টিক দেওয়া আসে সেইটা তুলে দিন।
- তারপরে ক্যাপচা পুরন করে “Create Download Link” ক্লিক করতে হবে।
- এবার “Download Now” ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
কিভাবে ইনস্টল এবং একটিভ করবেন
- উপর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন
- এবার Extract করুন Winrar বা 7zip দিয়ে। যদি না থেকে এখান থেকে ডাউনলোড করে নিন
- এবার “Setup” ফোল্ডার গিয়ে সফটওয়্যারটি ইনস্টল/ওপেন করুন
* ওপেন করার সাথে সাথে একটি বক্স আসবে Language সিলেক্ট করার জন্য। English দিয়ে OK দিন
No comments
Write Here your Comment Please