অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কন্ঠ পরিবর্তন করে ফোন করে চমকে দিন সবাইকে।
কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের জন্য দারুন একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কন্ঠ পরিবর্তন করে ফোন করতে পারবেন কোন ঝামেলা ছাড়া। ধরুন আপনি আপনার কোন বন্ধুর সাথে একটু দুষ্টমি করবেন এর জন্য বান্ধবির প্রয়োজন কিন্তু বান্ধবি তো নেই।
তাহলে কি করবেন? বড় একটা সমস্যা হয়ে গেল? কোন সমস্যা নেই আমি এখন আপনাদের সাথে যে সফট্ওয়্যারটি শেয়ার করব এই সফটওয়্যারটির নাম Voice Changer.
ভয়েস চেঞ্জার হলেই হলো না অনেক অ্যাপস্ গুগল প্লে-ষ্টোরে অনেক Voice Changer পাওয়া যায় কিন্তু সেগুলো আসলে কাজের না। তাই আমি আপনাদের যে অ্যাপসটি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপসটি খুবই ভালো। তাই আসুন দেখে নেই কি কি ইফেক্ট আছে এই অ্যাপসটি এক নজরে দেখে নেই। আর সাথে ডাউনলোড করে নেই। ভালো থাকবেন সবাই।
No comments
Write Here your Comment Please