Android ফোনের Delete হয়ে যাওয়া Photo ও Video Recover 100% Tricks
আগে যখন সাধারণ মানুষের হাতে ফিচার ফোন ছিল তখন তাদের Contact নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতেন। কোনো ভাবেই যেন Contact Delete না হয়ে যায়। কিন্তু এখন মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং প্রত্যেকে তাদের সব ধরনের Data নিয়েই সতর্ক থাকেন। এর মাধ্যমে Contact Massage ও WhatsApp ছাড়াও ফোটো ও ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ এখন অবশ্য Contact ও WhatsApp নিয়ে বেশি চিন্তিত থাকেন না। কারণ এর Backup Google Drive এ থেকেই যায়। তবে ফোটো ও ভিডিও ডিলিট হয়ে গেলে সমস্যায় পড়তে হয়। অ্যান্ড্রয়েড ফোনে ফোটো ও ভিডিও Backup এর জন্য গুগল ফোটো অ্যাপের অপশন দেওয়া হলেও লোকজন এতে Backup করেন না কারণ এতে ইন্টারনেট যথেষ্ট পরিমাণে খরচ হয়। এমন অবস্থায় কোনো জরুরি ফোটো ডিলিট হলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে।
তবে কিছু উপায় আছে যার মাধ্যমে Delete হয়ে যাওয়া Photo Recover করা সম্ভব। আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে Delete হয়ে যাওয়া ফোটো Recover করার পদ্ধতি জানবো।
তাহলে নিচের
ট্রিক্সগুলো Follow করুন
সমাধান (1)
Android
ফোনের
Gallery বা Google Photo App থেকে ফোটো দেখা যায় এবং Delete করা যায় এবং এখান থেকে Photo Recover করা খুব সহজ। Google Photo App থেকে Delete করা Photo Recover করার জন্য
2. বাঁদিকে ওপরে মেনু অপশন আছে এতে ক্লিক করুন।
3. একটু নিচে বিন Option দেখা যাবে এতে Click করুন। সমস্ত Delete করা Photo এখানে দেখা যাবে।
4. যেইসব Photo Recover করতে চান সেগুলো Select করে Restore করে দিন। সব Photo আপনার Gallery তে ফিরে আসবে।
সমাধান (2)
যদি আপনি Google
Photo এর বদলে Gallery থেকে Photo Delete করে থাকেন এবং অনেক দিন হয়ে গিয়ে থাকে তবে সেই Photo
Recover এর পদ্ধতি আলাদা। এর জন্য থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। Delete photo Recover এর জন্য ডিস্কডিগার ফোটো রিকভারি (DiskDigger Photo Recovery) যথেষ্ট উল্লেখযোগ্য একটি অ্যাপ এবং এর ব্যবহার
অত্যন্ত সহজ। এই অ্যাপের মাধ্যমে ফোটো রিকভারের জন্য
1. সবার আগে নিচের লিঙ্ক থেকে পেইড আপ্পস টি নামিয়ে নিন।
DOWNLOAD অ্যাপ ইনস্টল করুন।
2. অ্যাপ ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন।
3. এখানে দুটি অপশন পাওয়া যাবে। একটি রুট ফোনের জন্য এবং একটি আনরুট ফোনের জন্য। প্রথমেই আনরুট ফোনের অপশন দেখা যাবে এতে ক্লিক করুন।
4. ক্লিক করে স্ক্যান শুরু করলে অ্যাপটি ইমেজ ও মিডিয়া ফাইলের অনুমতি চাইবে। এটি অ্যালাউ করলে স্ক্যান শুরু হয়ে যাবে এবং ফোনের সমস্ত ডিলিট ফোটো স্ক্রিনে চলে আসবে।
5. এখান থেকে ফোটো সিলেক্ট করে মেমরি কার্ড বা ফোন মেমরিতে ট্রান্সফার করতে পারবেন।
কিভাবে ভিডিও রিকভার করবেন?
অ্যান্ড্রয়েড ফোনে ডিস্কডিগার ছাড়া মোবিসেভার অ্যাপের সাহায্য নিতে পারেন। এই অ্যাপটি ফোটোর সঙ্গে সঙ্গে ভিডিও রিকভার করতেও সক্ষম। ডিলিট ভিডিও রিকভারের জন্য এটি বেস্ট অ্যাপ। এর জন্য
1. নিচের লিঙ্ক থেকে এই আপ্পস টি নামান ।
EaseUS
MobiSaver PRO অ্যাপ ডাউনলোড করুন।
2. এতে নিচের দিকে ফোটো ও ভিডিওর অপশন দেখা যাবে এর ওপর ক্লিক করুন। এরপর স্ক্যান শুরু হয়ে যাবে এবং সমস্ত ডেটা স্ক্রিনে চলে আসবে।
3. ডিলিট ফোটো সিলেক্ট করে রিকভার করে নিন।
যদি আপনি ফ্যাক্টরী ডেটা রিসেট বা মেমরি কার্ড ফরম্যাট করে থাকেন তবে এক্ষেত্রে রিকভার করতে সমস্যা হবে।
No comments
Write Here your Comment Please