এস.এস.সি নতুন সিলেবাস প্রকাশ ২০২২ | SSC ALL Subject Short Syllabus 2022 PDF Publish
সম্প্রতি মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃপক্ষ।
পুরোনো সিলেবাসের পরিবর্তে নতুন এ সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সাজাতে ইতোমধ্যেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএসসি বা মাধ্যমিকের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী
ডা. দীপু মণি। তিনি বলেন, করোনার কারণে গত বছর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অটোপাশ দেয়া হলেও ২০২২ সালে কাউকে অটোপাশ দেয়া সম্ভব নয়।
এসএসসি এ বছর অটোপাশ দেয়া হবে না জানিয়ে তিনি সকল শিক্ষার্থীদের নতুন ও সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয়ার আহবান জানান।
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা তিন থেকে চার মাসে প্রস্তুতি নিতে পারবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাই এই তিন থেকে চার মাসের সময়টিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।
অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন,
এই ক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি আরও বলেন,
২০২২ সালে যারা পরীক্ষার্থীদের আছে তাদের অটোপাস দেওয়া সম্ভব নয়।
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস
২০২২ pdf আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শিক্ষক,
শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।
বিষয়: ২০২২ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত।
#সূত্র:
1.
Bangla
1st Paper PDF (Download)
2.
Bangla
2nd Paper PDF (Download)
3.
English
1st Paper PDF (Download)
4.
English
2nd Paper PDF (Download)
5.
Bangladesh
and Global Studies PDF (Download)
6.
Career
Education PDF (Download)
7.
Buddhist Religion
and Moral Education PDF
(Download)
8.
Christo Religion and Moral Education PDF (Download)
9.
Hindu Religion and Moral Education PDF (Download)
10.
Islam and moral education PDF (Download)
11.
Home Science PDF (Download)
12.
ICT
PDF (Download)
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার
Science Group Subject Short Syllabus 2021 Download
- v Biology PDF (Download)
- v Chemistry PDF (Download)
- v Higher Math PDF (Download)
- v Physics PDF (Download)
Business Studies Group Short Syllabus 2021 Download
- v Business Ent. PDF (Download)
- v Finance and Banking PDF (Download)
- v Accounting PDF (Download)
Humanities Group Short Syllabus 2021 Download
- v Civics PDF (Download)
- v Economics PDF (Download)
- v Geography & Environment PDF (Download)
- v History PDF (Download)
- v Math Syllabus 06.01.2021 PDF (Download)
- v Physical Education PDF (Download)
- v Science PDF (Download)
- v Agriculture PDF (Download)
- v Arts & Crafts PDF (Download)
ALL Subject Download This Tab
জানা
যায়, এ
বছর সব
ধরনের স্বাস্থ্যবিধি
মেনে শিক্ষার্থীদের
সর্বোচ্চ নিরাপত্তা
নিশ্চিত করে
পরীক্ষার ব্যবস্থা
করতে সরকার
বদ্ধ পরিকর।
গত
বছর শিক্ষার্থীদের
অটোপাশ দেয়া
হলেও এ
বছর তার
সম্ভবনা একদমই
নেই।
No comments
Write Here your Comment Please