Header Ads

Do you know what can be done with IMEI number of mobile? আপনি কি জানেন মোবইলের আইএমইআই নাম্বার দিয়ে কি কি করা সম্ভব? এখনি জেনে নিন।


আমি আপনাদের সাথে মোবাইল ফোনের IMEI No নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

মোবাইল ব্যাবহার করে অথচ আইএমইআই নাম্বার (IMEI) নামটা শুনেন নাই এমন মানুষ খুব কম আছেন।  মোবাইল বা স্মার্টফোন কেনার সময় প্যাকেজিং এর সাথে আমরা কিছু স্টিকার দেখতে পাই, নিচের ছবির মত ।


 আর এখানে এইসব IMEI নাম্বার লেখা থাকে. (IMEI) বে এই আইএমইআই নাম্বার (IMEI) কি, এর কাজ বা এটা দিয়ে কি করা হয়, সে সম্পর্কে হয়ত আমরা অনেকেই জানি না. চলুন দেরি না করে এবার জেনে নেয়া যাকঃ-

বর্তমান সময়ে স্মার্টফোন খুবই প্রচলিত একটি প্রযুক্তি পন্য. দিনে দিনে এর ফিচার আপগ্রেড করে মানুষের জটিল জরুরী ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। আর সেকারনে এইসব স্মার্টফোনের ব্যাপক প্রসার ঘটেছে। ফলে মোবাইল চোরদেরও অন্যতম টার্গেট হয়ে দাড়িয়েছে। তো আপনার স্মার্টফোনটি হয়তো আপনি দূর্ঘটনাবশত হারিয়ে ফেললেন অথবা চুরি হয়ে গেলে । তখন সেই স্মার্টফোন কিভাবে ফিরে পাবেন বা জানবেন কোথায় আছে? চোর নিজেকে রক্ষার জন্য প্রথমেই সীমকার্ড খুলেও ফেলতে পারে, প্রথমেই  সীমকার্ড খুলেও ফেলতে পানরে, সেই সময় আপনি কি করবেন?

এই সময় আপনাকে সাহায্য করবে আপনার ফোনের আইএইআই নাম্বর (IMEI)

আইএমইআই নাম্বার কি?

আইএমইআই (IMEI) এর পূর্নরূপ হলো (International Mobile Equipment Identity) এই IMEI প্রতিটি মোবাইল ডিভাইসের জন্য একটি সংখ্যাসূচক পরিচয় বা আইডিন্টিটি। কারনে প্রতিটি ডিভাইসের আইএমইআই নম্বই অনন্য তথ্য একটি আরেকটির থেকে ভিন্ন।

 

মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানির কাছে আপনার মোবাইল ডিভাইসটির সকল তথ্য এই আইএমইআই নম্বরের মাধ্যমে সংরক্ষিত থাকে. আর তাই আপনি যখন কোন কারনে আপনার মোবাইল সার্ভিসিং নিয়ে গিয়েছেন কাস্টমার কেয়ারে, তারা আপনার ফোনের আইএমইআই নম্বরটি চেক করে ফোনের সব ডাটা বের করে যেমনঃ ওয়ারেন্টি আছে কিনা, কবে বিক্রি হয়েছে ইত্যদি।

মূল আইএমইআই নম্বরটি হয়ে থাকে ১৪ ডিজিটের। তবে পুরো আইএমইআই নম্বরটি ভেরিভাই এর জন্য এর সামনে আরো একটি সংখ্যা থাকে যা মিলে পুরো আইএমইআই নম্বরটি হয়ে যায় ১৫ ডিজিটের তবে এখন অন অনেক আইএমইআই নম্বরে ডিভাইসের সফটওয়্যার ভার্সন সংস্করন এর জন্য আরেকটি সংখ্যা থাকে, ফলে আইএমইআই নম্বরটি হয়ে যায় ১৬ ডিজিটেরআর এসব আইএমইআই নম্বরকে IMEISV ’ বলা হয়।

No comments

Write Here your Comment Please

Powered by Blogger.