Header Ads

নতুন স্মার্টফোন কেনার পর জরুরী ৫ টি টিপ্স এই ৫টি কাজ করলে আপনার স্মার্টফোন থাকবে নিরাপদ।


প্রতিবারের মতো আবারো একটি টিপস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।

টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন, আজকে কোন বিষয় নিয়ে কথা বলবে। তো চলুন কথা না বারিয়ে আলোচনায় চলে যায়।

বর্তমান ডিজিটাল যুগে প্রায় সকলেই স্মাটফোন ব্যাবহার কারি। অনেক সখের দামি দামি ফোন ব্যবহার করে থাকি, তাই আমাদের স্মাটফোন কেনার পর যত্নের অভাবে অনেক ক্ষতি হয়।

অনেকের ধারনা নেই, যে স্মাটফোন কেনার পর কি কি করবেন।
এই বিষয় আজকে আপনাদের মাঝে আলোচনা করবো।
আরেকটা বিষয়,
স্মাটফোন কেনার আগে অবশ্যয় ভাল মানের ব্রান্ড দেখে স্মাটফোন ক্রয় করবেন।

কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।
স্মাটফোন কেনার পর করনীয় বিষয় গুলো নিচে আলোচনা করা হলোঃ


★★ দোকান থেকে সমস্ত কিছু বুঝে নেয়াঃ


স্মাটফোন ক্রয় করার পর, দোকানদারেক থেকে চার্যার, হেডফোন, কাগজপত্র গুলো সব বুঝে নিবেন। এবং ওয়ারেন্টি/গ্যারান্টি কার্ড সঠিক তারিখ লিখছে কিনা, এগুলো বিষয় ভাল করে দেখে বুঝে নিবেন।
 

★★ সঠিক মাত্রায় চার্য দেওয়াঃ

স্মাটফোন কেনার পর আরেকটি বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ।
সেটা হলো চার্য দেওয়া। স্মাটফোন কেনার পর, বাসায় এসে, সম্পূর্ণ চার্য না হওয়া প চার্য দিবেন। বর্তমান স্মার্টফোন এর ব্যাটারি লিথিয়াম পলিমার। এজন্য ৭-৮ ঘন্টা চার্য এর প্রয়োজন নেই।
৪-৫ ঘন্টা দিলেই হবে।

★★ডেটা ডাউনলোড এর জন্য প্রস্তুত করনঃ

এবার ইন্টারনেট ক্যানেকশন দিয়ে,
প্রয়োজনীয় অ্যাপ আপডেট করুন।
প্লে স্টোরের জন্য, জি-মেইল সেটাপ করুন।
এবং প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করুন। এবং ইন্সটল করুন।

★★ ব্লোটওয়্যার ডিজেবল করুনঃ

ব্লোটওয়্যার হলো, স্মাটফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ এপ্স ইন্সটল থাকে, এটাই হলো ব্লোটওয়্যার। তাই যে অ্যাপ গুলো আমাদের দরকার নাই।
বা যে অ্যাপ গুলো ব্যাবহার করার কোনো প্রয়োজন নেই।
সেই অ্যাপ ডিজেবল করে রাখুন। এতে র‍্যামের উপর চাপ কম পড়বে ও আপনার স্মাটফোন ভাল থাকবে।

★★ডিভাইসটি নিরাপত্তায় নিশ্চিত করুনঃ


সর্বশেষ ধাপটি হলো আপনার স্মাটফোন এ নিরাপত্তা নিশ্চিত করা।আপনার স্মাটফোন এ বিভিন্ন লক আছে, পাসওয়ার্ড, ফিংগারপিন্ট,ফেসলক এগুলা ব্যাবহার করুন। এতে আপনার স্মাটফোন থাকবে নিরাপদ। এবং তথ্য হ্যাক বা চুরি হবার কোনো উপায় থাকবে না। পাসওয়ার্ড ব্যাবহার করা হলো সব চেয়ে বেশি নিরাপদ।এবং কঠিন পাসওয়ার্ড ব্যাবহার করা চেস্টা করুন।

No comments

Write Here your Comment Please

Powered by Blogger.