Header Ads

বর্তমান সময়ের ৫ টি সেরা ফিচার বাটন ফোনের রিভিউ | Top 5 Button phone | Bangla Review

আসসালামু আলাইকুম,

আশাকরি সকলেই অনেক ভালো আছেন! আজকের পোস্টটিতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের বাজারে থাকা সবচেয়ে কম দামে ভালো মানের বাটন ফোন গুলো নিয়েই।
সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর ২০২১ আপডেট বাজারমূল্য।

তাহলে চলুন বেশি কথা না বলে মূল পোস্টে চলে যাওয়া যাক।

১। নোকিয়া- (১২৫)

ফোনটির ওয়েট ২৪৭ গ্রাম এবং নেটওয়ার্ক টাইপ টু জি! রেম ৪ মেগাবাইট এবং রম ০ মেগাবাইট।

এই ফোনটিতে কোন মেমোরি কার্ড সলোট নেই এবং নেটওয়ার্ক সিম ডুয়েল সিম, ডিসপ্লে ২.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে।
এবং অপারেটিং সিস্টেম ফিচার ফোন ব্যাটারি ১০২০ মিলি এম্পিয়ার পাওয়ার এবং লঞ্চিং ডেট মে ২০২০ এর বর্তমান বাজার মূল্য ১৯০০ টাকা।


২। স্যামসাং গুরু মিউজিক ২)

এই ফোনটির ওয়েট এসেছে ৭৫ গ্রাম এবং নেটওয়ার্ক টাইপ শুধুমাত্র টু-জি।
র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে ৪ মেগাবাইট এবং রম ৪ মেগাবাইট।
আপনি চাইলে এতে ডেডিকেটেড মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত। ব্যবহার করা যাবে ডুয়েল সিম।

আর ডিসপ্লে তে রয়েছে ২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, আর সাথে মাল্টিমিডিয়া হিসাবে রয়েছে mp3।
ব্যাটারি ৮০০ মিলি এম্পিয়ার! এবং ফোনটি লঞ্চ হয়েছিল ২০১৫ সালে।
ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কেনা যাবে মাত্র: ২,৪৫০টাকায়।




৩। স্যামসাং মেট্রো (৩১৩)

তো এই ফোনটির ওজন ৭৫ গ্রাম এবং নেটওয়ার্ক টাইপ টুজি!
রাম হিসেবে থাকছে ১৬ মেগাবাইট এবং রম 0 মেগাবাইট। এবং মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করা যাবে ১৬ গিগাবাইট পর্যন্ত।
আর ডুয়েল সিম কার্ড তো পাশাপাশি ব্যবহার করতে পারবেন ই।

আর ডিসপ্লে তে রয়েছে ২ ইঞ্চি আকারের একটি টিএফটি ডিসপ্লে। আর মাল্টিমিডিয়া হিসাবে রয়েছে mp3 এবং mp4।
পাওয়ার ব্যাখ্যা দেয়ার জন্য রয়েছে ১০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি, এবং ফোনটি লঞ্চ করা হয়েছিল ২০১৫ সালের দিকে।

তো এই ফোনটি বর্তমান বাংলাদেশের বাজারে দাম মাত্র ২৭৫০ টাকা।


৪। নকিয়া ১৫০ (২০২০)
ফোনটির নেট ওজন ৯০ গ্রাম এবং নেটওয়ার্ক টাইপ টুজি, ক্যামেরা ভিজিএ ক্যামেরা এবং রেম ৪ মেগাবাইট ব্যবহার করা হয়েছে।
ব্যবহার করা যাবে ৩২ জিবি পর্যন্ত এইচডি কার্ড। এবং ডুয়েল সিম সাথে তো ব্যবহার করা যাচ্ছেই।

ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ২.৪ ইঞ্চির একটি টিএফটি এলসিডি প্যানেল।
ফোনটিতে মাল্টিমিডিয়া হিসেবে রয়েছে শুধুমাত্র mp3। ব্যাটারি ১০২০ মিলি এম্পিয়ার এবং লঞ্চিং ডেট মে ২০২০। ফোনটির বর্তমান অফিশিয়াল বাজার মূল্য ৩৪৯৯ টাকা।

তো এক নাম্বার ফোনটা একটু স্পেশাল কারণ এত কমে গেমিং ফোন চিন্তা করা বোকামি। তো চলুন দেখি কি ফোন থাকছে এক নাম্বারে।

১। জি-ফোন জিপি (২৮)
তো প্রথমেই বলি এর ডিজাইন এর ব্যাপারে ফোনটি মূলত প্লাস্টিকের তৈরি, আর এর ডিসপ্লের উপরের দিকে বাটন থাকবে যার ফলে মোবাইলটাকে রুটেড করে গেম খেলা যাবে।
এরপর রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরা নিচের দিকে একটি টান থাকবে ঠিক যেমনটি আমরা আরওজি ফোন এ দেখি।

তো একটি গেমিং জোন হিসেবে এই ডিজাইন টা মোটামুটি ভালই লেগেছে।

তো ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে ২০৫০ মিলি এম্পিয়ার এর একটি অসাধারণ ব্যাটারি, এবং সাথে মাইক্রো ইউএসবি ২.০ রয়েছে।

তো দুই থেকে তিন দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম অনায়াসেই এই ব্যাটারি থেকে, যেটা কিন্তু সত্যিই অসাধারণ ব্যাপার।

আর এখানে ৬৪ মেগাবাইট এর রেম থাকতেছে এবং ৩২ রম থাকতেছে।
আর ফোনটিতে ৩০০ টিরও বেশি গেম ইন্সটল করা আছে। তো এই বিষয়টা এই কিন্তু সত্যি চমৎকার লেগেছে আমার কাছে।

তো যারা মূলত বাটন ফোনে গেম খেলতে পছন্দ করেন, তারা অনায়াসে এই মোবাইলটির নিতে পারেন। কেননা ফোনটিতে ৩০০ টিরও বেশি গেম থাকতেছে।

তোর নেটওয়ার্ক টাইপ হিসেবে ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এবং ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ৮ ইঞ্চি একটি এলসিডি প্যানেল।

ডিসপ্লেটা বাটন ফোন হিসাবে ঠিকঠাক আছে বলবো। তো মোবাইলটি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে দাম মাত্র ১৫৯৯ টাকা।

তো এই ছিল সেরা পাঁচটি ফিচার ফোন বাটন ফোন কেমন লাগলো পোস্টটি তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।

No comments

Write Here your Comment Please

Powered by Blogger.